Posts

Showing posts with the label ঘরোয়া জিনিসের উপকারিতা

আমলকির উপকারিতা Phyllanthus emblica Amlokir upokarita

Image
আমলকী বা আমলকি ( বৈজ্ঞানিক  emblica ) ফাইলান্থাসি পরিবারের  ফাইলান্থুস  গণের একপ্রকার ভেষজ ফল।  সংস্কৃত ভাষায় এর নাম 'আমালিকা'। ইংরেজি নাম 'aamla' বা 'Indian gooseberry'। এরা রোমশ বিহীন বা রোমশ পর্ণমোচী বৃক্ষ। আমলকী Phyllanthus emblica বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস বর্ণনা : সম্পাদনা আমলকী গাছ ৮ থেকে ১৮ মিটার উচ্চতা বিশিষ্ট হতে পারে, পাতা ঝরা প্রকৃতির। হালকা সবুজ পাতা, যৌগিক পত্রের পত্রক ছোট, ১/২ ইঞ্চি লম্বা হয়। হালকা সবুজ স্ত্রী ও পুরুষফুল একই গাছে ধরে। ফল হালকা সবুজ বা হলুদ ও গোলাকৃতি ব্যাস ১/২ ইঞ্চির কম বেশি হয়। কাঠ অণুজ্জল লাল বা বাদামি লাল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে ই দেখা যায়। গাছ ৪/৫ বছর বয়সে ফল দেয়। আগষ্ট - নভেম্বর পর্যন্ত ফল পাওয়া যায়। বীজ দিয়ে আমলকির বংশবিস্তার হয়। বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময়। বিস্তার : আমলকী গাছ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, চীন, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়। চিকিৎসা-গবেষণা আমলকি নিয়ে প্রাথমিক গবেষণা সম্পন্ন হয়েছে। এতে দে...